AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৪:০২ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
ইবি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। 


কর্মসূচিতে সংগঠনের সহ-সভাপতি তন্ময় শাহা টনি, আল মামুন, বনি আমিন, নাইমুর রহমান জয়সহ ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে দলীয় টেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। 

 

পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যার সঠিক ইতিহাস সম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে দিবসটি উপলক্ষে শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!