ঢাকা কলেজে রাতভর সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২ অক্টোবর) ঢাকা কলেজ হলের গেস্টরুমে দুইজন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সকাল ১১টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি থেকে ঢাকা কলেজ প্রসাশনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ঘটনা ঘটেছে গত বুধবারে, আজ ৬দিন পার হতে চলছে। কিন্তু এই ঘটনায় আজ পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। আমাদের প্রশ্ন তাদের হাত পা কোথায় বাঁধা, তারা এখন পর্যন্ত কেন কোন ব্যবস্থা নেয়নি?
স্বাভাবিকভাবেই বুঝা যায় যেই ক্যাম্পাসে সাংবাদিকরাই নিরাপদ নয়, যেখানে রাতভর একজন মানুষকে রুমে আটকে নির্যাতন করার পরও প্রশাসন জানে না, কোনো ব্যবস্থা নেয় না।
সেখানে সাধারণ শিক্ষার্থীরা কতটুকু নিরাপদে পড়ালেখা করতে পারে এবং কতটুকু নিরাপদে থাকে প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা। তাই ঢাকা কলেজের ছাত্রাবাসে দুই সাংবাদিককে অমানুষিক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচী।
মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি ঘোষণা করা হয়।
দাবিসমূহঃ
১। ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
২। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফরহাদ ছাত্রাবাসে ২ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় দোষীদের সবার ছাত্রত্ব বাতিল করতে হবে।
৩। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ শহীদ ফরহাদ হলের হল সুপারকে প্রত্যাহার করতে হবে।
৪। মেধা ও প্রয়োজনীয়তার বিবেচনায় প্রথম বর্ষ থেকে ছাত্রাবাসে বৈধ সিট নিশ্চিত করা।
৫। গেস্টরুম বা গণরুম কালচার নিষিদ্ধ করা।
৬। অছাত্রদের হল থেকে বের করে ছাত্রদের সুযোগ দিতে হবে
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলেজ প্রশাসন আমাদের দাবীসমূহ মেনে না নিলে এবং সন্তোষ জনক ব্যবস্থা গ্রহন না করলে, আমরা আগামী বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবো।
উল্লেখ্য যে, গত ২৫ ও ২৭ তারিখে ঢাকা কলেজের শহীদ ফরহাদ হলে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দুইজন শিক্ষার্থীকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়।
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :