AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্ষণ চেষ্টার অভিযোগে বাকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম আটক


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৫:২১ পিএম, ১৭ অক্টোবর, ২০২৩
ধর্ষণ চেষ্টার অভিযোগে বাকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম আটক

ধর্ষণ চেষ্টার অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জালাল উদ্দিনকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিন বাকৃবির পেশ ইমামের দায়িত্বের পাশাপাশি একটি মহিলা মাদ্রাসার দায়িত্ব পালন করতেন। তিনি শেষ মোড়ের জামিয়া হালিমা সা‍‍`দিয়া (রা) বালিকা মাদ্রাসার পরিচালনা করতেন। 

 

অভিযোগকারী সামাজিক মান মর্যাদা বিবেচনায় নাম প্রকাশ না করার শর্তে জানান, আমি মেয়েকে ইসলামিক জ্ঞান অর্জনের জন্য মাদরাসায় দিয়েছিলাম। কিন্তু আমি কল্পনা করতে পারিনি ইমাম সাহেব এমন কাজ করতে পারে। এর আগে আমার মেয়ে ইমামের স্ত্রীর কাছে অভিযোগ দিয়েছিল। কিন্তু ইমামের স্ত্রী আমার মেয়েকে হুমকি দিয়ে মেরেছিলো। তারা আমার মেয়েকে আটকে রেখে। তাকে বাসায় আসতে দিতো না। আমরা মনে করেছিলাম পড়ালেখার জন্য হয়তো বাসায় আসছে না। পরবর্তীতে দুই দিন আগে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করায় এলাকাবাসী জানতে পেরে তাকে আটকে রাখে। আমি এই ঘটনার বিচার দাবি করছি।

 

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো আলী আশরাফ জানান, এর আগেও ইমামের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। কিন্তু সেটি লিখিত না হয় আমরা কোন ব্যবস্থা নিতে পারেনি। ইমাম বিশ্ববিদ্যালয়ের অধীনে দায়িত্ব পালন করেন। তার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবেন। আমরা শুধু এতোটুকুই করব, তার বিরুদ্ধে করা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত তিনি ইমামতির দায়িত্ব পালন করতে পারবেন না।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহ কামাল বলেন, ইমামের বিরুদ্ধে মাদরাসার এক ছাত্র অভিযোগ (ডায়েরি) করেছিলো। অভিযোগের প্রেক্ষিতে আসামি জালাল উদ্দিনকে আজকে সন্ধ্যায় আটক করা হয়। সন্ধ্যায় কোর্ট বন্ধ থাকায় আগামীকাল তাকে কোর্টে নেয়া হবে।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!