বিএনপি-জামায়াতের অবরোধের দিনগুলোতে অনিবার্য কারণবশত সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্তৃপক্ষ। তবে এসব দিনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে৷ এছাড়া এসব দিনের পূর্বঘোষিত বিভিন্ন দফতরের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আগামী ৩১ থেকে ২ নভেম্বর পর্যন্ত বিএনপি ও জামায়াত সারদেশে অবরোধ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে অবরোধের দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী কুষ্টিয়া ও ঝিনাইদহগামী বাসের শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তার দিক বিবেচনায় রেখে কুষ্টিয়ার সকল গাড়িসমূহ (শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী) সকাল সাড়ে ৮টায় এবং ঝিনাইদহের গাড়িসমূহ একই সময়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এসময় গাড়িগুলোকে কড়া পুলিশী নিরাপত্তা দেওয়া হবে। পরে বিকেল ৪টায় একযোগে পুলিশী নিরাপত্তায় সকল বাসগুলো আবারো কুষ্টিয়া ও ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অন্য দিনে দুপুর ২টায় বাস সিডিউল থাকলেও নিরাপত্তার স্বার্থে এ শিফটের বাস বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে।
একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :