বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার বেলা সাড়ে ১২ টায় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সংগঠনের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর অভিমুখে যাত্রা করে।
জানা যায়, শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ অভিমুখে চড়িয়ার বিল ও কুষ্টিয়া অভিমুখে লক্ষীপুর বাজার হয়ে আবারো ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় সহ-সভাপতি তন্ময় শাহা টনি, আল মামুন, কামরুল হাসান অনিক, মামুনুর রশিদ ও নাইমুর রহমান জয় এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ দৃষ্টি রেখেছি। অবরোধের নামে যদি কেউ অরাজকতা, আগুন সন্ত্রাস কিংবা মানুষ পিটিয়ে মারার চেষ্টা করে তবে তা প্রতিহত করতে আমরা সবসময় রাজপথে আছি।
এর আগে সকাল সাতটার দিকে বিএনপির অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনের ফটকে ব্যানার ঝুলিয়ে দেয় শাখা ছাত্রদল। পরে বিষয়টি জানতে পেরে এসকল কার্যক্রম দেশবিরোধী চক্রান্তের অংশ উল্লেখ করে ব্যানার সরিয়ে ফেলে শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে কোনো ব্যানার খুঁজে পাননি বলে জানান তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :