AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ


Ekushey Sangbad
জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
১০:২৩ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৩
ববিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে  (ববি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (ছাত্র) ও মার্কেটিং বিভাগ(ছাত্রী)। এতে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মার্কেটিং বিভাগ। এদিকে আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ছাত্র-ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়৷

চ্যাম্পিয়ন (ছাত্র) দলের খেলোয়াড় সৌরভ বলেন, ভলিবলে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরাবরই দাপট দেখিছি বেশ কয়েকবার রানারআপ ও হয়েছি তবে চ্যাম্পিয়ন হওয়ার তীব্র আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে এসে আজ  ২০২৩ ভলিবল টুর্নামেন্টে জয়ের মাধ্যমে সেই ইচ্ছা পূরণ  হলো।  দলের সবার সমান প্রচেষ্টায় এ জয় অর্জন করতে পেরেছি কৃতজ্ঞতা সকলের প্রতি৷

মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা তাসমিন জাহান  বলেন, খেলায় হার জিত থাকবে ৷ আমাদের শিক্ষার্থীরা  ছাত্র-ছাত্রী দুই ইভেন্টে ফাইনালে উঠেছে৷ তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে৷ অভিন্দন মার্কেটিং বিভাগের খেলোয়াড়দের৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এবারের টুর্নামেন্ট শুরু পূর্বে সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে আলোচনা করে শান্তিপূর্ণভাবে কিভাবে টুর্নামেন্ট শুরু করা যায় সে বিষয়ে আলোচনা করি এবং আমরা খুবই শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলভাবে জমজমাট প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট উপহার দিতে পেরেছি৷ 

প্রসঙ্গত, বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের সহযোগিতায় গতকাল ১১ ডিসেম্বর আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়। এবারের প্রতিযোগিতায় ছাত্র ক্যাটাগরিতে ২৪টি এবং ছাত্রী ক্যাটাগরিতে ৫টি বিভাগ অংশগ্রহণ করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!