AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববি শিক্ষক সমিতির নেতৃত্বে বাতেন-আবীর


ববি শিক্ষক সমিতির নেতৃত্বে বাতেন-আবীর

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মো. আবদুল বাতেন চৌধুরী  ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিরতিহীনভাবে ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬ টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এতে ম্যানেজমেন্ট স্টাডিজ  বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর কায়ছার, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক  সুজন চন্দ্র পাল, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাতেন ও আবীর। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের দুটি প্যানেল অংশ নেয়। যেখানে ১৫ টি পদের বিপরীতে মোট  ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা

Link copied!