জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০:৩০ টায় প্রশাসনিক ভবন থেকে উপাচার্যের নেতৃত্বে র্যালি বের হয়।
র্যালি ক্যম্পাস প্রদক্ষিণ শেষে জাতির পিতার জম্মশতবর্ষের স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়ে গিয়ে শেষ হয়। এরপর জাতির পিতার স্মারক ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন , উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান ও ট্রেজারার অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন। আরও শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, পদার্থবিজ্ঞান বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, রসায়ন বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, সমাজকর্ম বিভাগ। এ সময় এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এসময় বিশ্ববিদ্যলয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :