AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপত্তা জোরদারে ইবি ক্যাম্পাসের ভ্যানচালকদের নিবন্ধন


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৬:৫৫ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৪
নিরাপত্তা জোরদারে ইবি ক্যাম্পাসের ভ্যানচালকদের নিবন্ধন

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলাচলকারী ভ্যানচালকদের নিবন্ধনের আওতায় আনার পদক্ষেপ নিয়েছে প্রশাসন। 

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে  প্রথম পর্যায়ে ৫০জন ভ্যান চালককে ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ। এসময় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নাম সম্বলিত ইউনিফর্ম এবং নাম, ঠিকানা ও রেজিষ্ট্রেশন নাম্বার সম্বলিত পরিচয়পত্র প্রদান করা হয়। পরবর্তীতে আরো ৫০জনসহ মোট একশো জনকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। এছাড়া কার্যক্রম শেষ হওয়ার পর ক্যাম্পাসে ভেতরে পরিচয়পত্র ছাড়া কেউ ভ্যান চালাতে পারবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মানুনুর রহমান, সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, ইয়ামিন মাসুম, কাজী মওদুদ আহমেদ ও মিঠুন বৈরাগীসহ প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা।

প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার ও অপরাধ সনাক্ত করতে এ পদক্ষেপ নিয়েছি। এ কার্যক্রম শেষ হলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিচয়হীনভাবে ভ্যানচালকরা ভ্যান চালাতে পারবে না। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটা সুশৃঙ্খল হবে।  

 

একুশে সংবাদ/বিএইচ 

Link copied!