জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
এতে ৬১০ জন শিক্ষক ভোট প্রদান করবেন। আর নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে দুইটি প্যানেলের অধীনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩০ জন শিক্ষক।
আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র ব্যানারে আইআইটির অধ্যাপক এম শামীম কায়সার (সভাপতি), রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা (সম্পাদক), ইংরেজি বিভাগের অধ্যাপক লাইজু নাসরিন (সহ-সভাপতি), পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান (যুগ্ম-সম্পাদক), কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. এজহারুল ইসলাম (কোষাধ্যক্ষ) প্রার্থী হয়েছেন।
এ প্যানেলে সদস্য পদে প্রার্থী হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আফসানা হক, ফার্মেসি বিভাগের কে. এম. খাইরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের জহিরুল ইসলাম খন্দকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফাহমিদা আক্তার, গণিত বিভাগের মোহাম্মদ ওসমান গনি, লোকপ্রশাসন বিভাগের মো. নুরুল আমিন, বাংলা বিভাগের রেজওয়ানা আবেদীন, ভূগোল ও পরিবেশ বিভাগের রেজাউল রনি, প্রত্নতত্ত্ব বিভাগের সুফি মোস্তাফিজুর রহমান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুব্রত বনিক।
অন্যদিকে, আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিপরীতে বিএনপিপন্থী শিক্ষকদের সাথে ‘শিক্ষক ঐক্য পরিষদ’ নামে পাল্টা প্যানেল ঘোষণা করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকদের সাথে এ প্যানেলের বিষয়ে ঐকমত্য হয়েছেন বলে গুঞ্জন রয়েছে।
শিক্ষক ঐক্য পরিষদের প্যানেলে প্রার্থী হিসেবে আইবিএ বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন (সভাপতি), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন (সম্পাদক) এবং একই বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ (সহ-সভাপতি), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান (যুগ্ম-সম্পাদক), পরিবেশ বিজ্ঞান অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম (কোষাধ্যক্ষ) রয়েছেন।
এ প্যানেলে সদস্য পদে আইবিএ বিভাগের অধ্যাপক আইরীন আখতার, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, গণিত বিভাগের শিক্ষক আমিনুর রহমান খান, ইতিহাস বিভাগের খো. লুৎফুল এলাহী ও একই বিভাগের মাসুদা পারভীন, রসায়ন বিভাগের মাহবুব কবির, পরিবেশ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া ও একই বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দীন রুনু, ইংরেজি বিভাগের মোহাম্মদ রায়হান শরীফ ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম প্রার্থী হয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :