জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘জাবি চারুকলা বিভাগ এলামনাই` এর উদ্যোগে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘Emerging Echoes’ শিরোনামে ৪ দিনব্যাপী এ চিত্র প্রদর্শনী চলবে ৫ ফেব্রুয়ারী রাত ৮ টা পর্যন্ত।
শুক্রবার (২ ফ্রেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শুরু হওয়া এ প্রদর্শনীতে মোট ২৭ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
একই দিনে এলামনাই গঠনের উদ্দ্যেশ্যে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে চারুকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী রবিউল করিম মিনারকে আহ্বায়ক, জান্নাতুল ফেরদৌস মৌমিতাকে কোষাধ্যক্ষ, ২য় ব্যাচের রমিত হাসানকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়। তাদেরকে এলামনাইয়ের কর্মপরিকল্পনা ও গঠনতন্ত্র প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
সার্বিক বিষয়ে সদ্য গঠিত ‘জাবি চারুকলা বিভাগ এলামনাই’র আহ্বায়ক রবিউল করিম মিনার বলেন, চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটেছে। এ এলামনাইয়ের মাধ্যমে আমরা নিয়মিত বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শনীসহ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিবো। চারুকলা তথা শিল্পের প্রয়োজনীয়তা তুলে ধরতে এ ফ্ল্যাটফর্ম কাজ করবে। এর জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতা কাম্য।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :