জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনলোজি (আইআইটি) তে "এডভান্সড সাইবার সিকিউরিটি" শীর্ষক ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইআইটি ভবনে সরকারের আইসিটি ডিভিশনের অর্থায়নে আয়োজিত এ ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের মাননীয় সচিব জনাব মো: আরেফিন সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম, জনাব মো: মোস্তফা কামাল এবং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শামিম কায়সার। তিনসপ্তাহ ধরে চলবে উক্ত ট্রেনিংটি। আজ রবিবার শুরু হওয়া ট্রেনিংটি শেষ হবে আগামী ০৩ মার্চ (রবিবার)।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মেসবাহউদ্দিন সরকার, প্রফেসর ড. রিসালা তাসিন খান, প্রফেসর কে এম আককাস আলী, প্রফেসর ড. জেসমিন আক্তার, প্রফেসর ড. সাজ্জাদুর রহমান, প্রফেসর ড. সহিদুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ পরিচালনা করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার জনাব হারূন-অর-রশিদ এবং সার্বিক পরিচালনায় আছেন উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব নিলুফা ইয়াসমিন।
আয়োজকরা জানান, আগামী দিনে বাংলাদেশ সাইবার সিকিউরিটি তথা তথ্য নিরাপত্তা নিয়ন্ত্রণে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করাই হচ্ছে এই প্রশিক্ষণের উদ্দেশ্য। আশা করা যাচ্ছে আগামীদিনে সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রণ এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী নিরাপদ বাংলাদেশ তৈরিতে বাংলাদেশ সরকারের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি অগ্রণী ভূমিকা পালন করবে ভবিষ্যতে।
উল্লেখ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইটি)-তে এ বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :