AB Bank
ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০১ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চবি

আবারও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ধারালো অস্ত্র, ইটপাটকেল, রড, হাতুড়ি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। তবে এ ঘটনায় একে-অপরকে দায়ী করছে দুটি গ্রুপ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিএফসি গ্রুপের এক কর্মী সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীর শার্টের কলার ধরেন। এ ঘটনাকে কেন্দ্র করে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সিএফসি গ্রুপের কর্মীকে মারধর করেন। 

এ ঘটনায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে দুগ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। পরে সেখানে ‍উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় ধারালো অস্ত্র, ইটপাটকেল, রড, হাতুড়ি নিয়ে দুপক্ষের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিমুল বিশ্বাস বলেন, ‘ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, এরপর ঘটনা গড়ায় হল ভিত্তিক দুই গ্রুপের মধ্যে। এ ঘটনায় দুটি পক্ষই দোষারোপ করছে একে-অপরকে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার জানান, দুপক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে।

সংঘর্ষে জড়ানো সিএফসি গ্রুপ শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!