ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ মার্চ এর আগে ৮ম সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একক ডিগ্রির জন্য-সমাবর্তন পোশাক, মূল প্রশংসাপত্র, অস্থায়ী প্রশংসাপত্র, ট্রান্সক্রিপ্টের জন্য আট হাজার টাকা জমা দিতে হবে।
ডবল ডিগ্রির জন্য-সমাবর্তন পোষাক, মূল প্রশংসাপত্র, অস্থায়ী সার্টিফিকেট, প্রতিলিপির জন্য বারো হাজার টাকা জমা দিতে হবে।
এড়াও শিক্ষার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ছবির পিছনে নাম, রোল, ব্যাচ এবং বিভাগ লিখে জমা দিতে হবে। সমস্ত একাডেমিক সার্টিফিকেটের আসল এবং ফটোকপি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি/মাস্টার্স ইত্যাদি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় পরীক্ষা নিয়ন্ত্রক, ডিআইইউ এর অফিসে যাচাইয়ের জন্য জমা দিতে হবে।
এবারের সমাবর্তনে ৪টি অনুষদের ১৮টি প্রোগ্রামের ১২৬টি ব্যাচের শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।
একুশে সংবাদ/র.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :