পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে দিনব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য ড. হাফিজা খাতুনের নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ এ গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. হাফিজা খাতুন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম,প্রক্টর ড. কামাল হোসেন আইসিটি সেলের প্রধান ড. আব্দুর রহিম এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ।
এরপর বঙ্গবন্ধু পরিষদ, রসায়ন সমিতি ও গনিত বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :