আত্মশুদ্ধির মাস খোশ আহমেদ মাহে রমাজান। রমাজান বয়ে আনে পারস্পরিক সহযোগিতা, ভাতৃত্ব, ইবাদত বন্দেগি ও নমনীয়তার শিক্ষা। এই রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা। মুসলিম উম্মাহ`র সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পানাহার থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়।
ইফতার ও সাহরী রমাজানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ঘরে প্রতিদিন নানা ধরনের খাবার আয়োজন করে থাকি ইফতারির জন্য। তবে আমাদের আশেপাশেই অনেক সুবিধাবঞ্চিত, অসহায়, গরিব, দুখিনি, সম্বলহীন মানুষ শুধুমাত্র মুড়ি ও পানি খেয়েই ইফতার সেড়ে নিচ্ছেন।
আত্মশুদ্ধির মাসে সহযোগিতার সম্পর্ক গড়ুক সকলের মাঝে। ইফতার বিতরণ, সাহরী বিতরণের মতো মহৎ উদ্যোগ গ্রহণ করে ত্যাগের মহিমায় মহিমানিত্ব হোক আমাদের জীবন। ধনী-গরিব বৈষম্য ভুলে গিয়ে সাহায্য সহযোগিতার বন্ধন সৃষ্টি হোক।
সংযমের প্রকৃত অর্থই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমাদের উচিত অসহায়, গরিব, দুখিনি, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :