বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিয়ে আদালতের রায় মানতে হবে বলে জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার।
সোমবার (১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে, হাইকোর্টের আদেশ মানতে হবে। তবে আইনজীবীর পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে সোমবার বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এই রিট করেন।
এরপর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বুয়েটের দেওয়া নির্দেশনা স্থগিত ঘোষণা করেন। এর ফলে বুয়েটে ছাত্ররাজনীতি করতে আর বাধা রইল না।
২০১৯ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করেন। তখন তিনি জানান, নীতিমালা অনুযায়ী বুয়েটে শিক্ষক রাজনীতিরও সুযোগ নেই।
একুশে সংবাদ.ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :