দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের জন্য পাঁচ পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫ এপ্রিল পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে হবে বলে জানানো হয়েছে।
রোববার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১০ শতাংশ ক্লাস অনলাইনে হচ্ছে। এর পরিবর্তে শতভাগ ক্লাস এখন অনলাইনে হবে।
‘সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে,’ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
দেশে ওপর দিয়ে চলা দাবদাহ সহসাই কমছে এবং তীব্র গরম আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলমান তাপদাহ মে মাসেও থাকবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তারা বলছেন, ভারতের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত না হলে তাপমাত্রা কমবে না। সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের পাঁচ পরামর্শঃ
তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ঢাবি শিক্ষার্থীদের পাঁচ পরামর্শ মেনে চলতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসব পরামর্শের মধ্যে রয়েছে:
- সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরা।
- যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।
- বাইরে যেতে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।
- বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন-খাবার স্যালাইন ইত্যাদি পান করা।
- তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় পান থেকে বিরত থাকা যেমন- চা ও কফি ইত্যাদি।
একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :