AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আমাদের আশপাশের কোন মা যেন অবহেলিতভাবে দিন না কাটায়’


‘আমাদের আশপাশের কোন মা যেন অবহেলিতভাবে দিন না কাটায়’

‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে ধারণ করে মা দিবস উপলক্ষ্যে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি)। 

রোববার বেলা ১২টায় ডায়না চত্বরে ‘মা দিবসে মায়েদের পাশে’ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এসময় ক্যাম্পাসের আশেপাশের অন্তত ১০ জন হতদরিদ্র বৃদ্ধা মাকে শাড়ি ও উপহার সামগ্রী দেওয়া হয়। একইসাথে তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহীদ কাওসার বলেন, প্রতিবছর মা দিবসে সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করলেও এসব হতদরিদ্র মায়েরা সেই মা দিবসের দিনেও বঞ্চিত থাকেন। আমরা সেই মায়েদের মাঝে ভালোবাসা ভাগাভাগি করার চেষ্টা করেছি। ‘আমাদের আশপাশের কোন মা যেন অবহেলিতভাবে দিন না কাটায়’ এটাই হোক আমাদের মা দিবসের প্রত্যাশা।

আয়োজনে উপস্থিত প্রত্যেকেই কারো না কারো মা। একদিন তাদেরও পরিবার ছিল। ছিল স্বপ্ন-সুখের সংসারও। কালের পরিক্রমায় সেই দিনগুলো আজ বিলুপ্ত। মা দিবসে যেখানে অনলাইনে পোস্টের ছড়াছড়ি সেই সময়ে মায়েদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নেয় সংগঠনটি।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহীদ কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী। সাইফুন্নাহার প্রেমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন এবং সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সভাপতি মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। এছাড়া ‘সি আর সি’র সাবেক সভাপতি রনি শাহা, সহ সভাপতি এস এম সৌরভ, হাসিবুর রহমানসহ সংগঠনটির অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তব্যে মুসা হাশেমী বলেন, সবাই দিবসটিকে যখন গতানুগতিক ধারায় পালন করে সেখানে এমন ব্যতিক্রম আয়োজন প্রশংসার দাবি রাখে। মায়েদের ভালোবাসাকে এভাবে একটি দিনে আবদ্ধ না করে আমরা সারাবছর তাদেরকে পরম ভালোবাসায় আগলে রাখবো এটাই প্রত্যাশা।  

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!