রাজধানী পুরান ঢাকায় অবস্থিত সোহরাওয়ার্দী কলেজ থেকে ফোন, হেলমেট চুরি হওয়া যেনো নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। চুরি হওয়া এসব বস্তু ফিরে পেতে কলেজে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে নারাজ কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসীন কবির। ভুক্তভোগীরা তাঁর সাথে যোগাযোগ করতে গেলে বিভিন্নভাবে হয়রানির স্বীকার হয় বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ গতকাল ২ জুন ২০২৪ খ্রি. (রবিবার) সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির বিশেষ মিটিংয়ে অংশগ্রহণ করতে ক্যাম্পাসে আসেন সংগঠনটির উপদেষ্টা ইমরান মাহমুদ। মিটিং শেষে দেখতে পান বাইকে তার হেলমেট নেই। অনেক খোজাখুজির পরেও না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখতে অধ্যক্ষের রুমে গেলে রুম তালাবদ্ধ দেখতে পেলে উপাধ্যক্ষের শরণাপন্ন হন তিনি। অতঃপর উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন নিশ্চিত করেন মাঠের সব সিসি ক্যামেরার ফুটেজ অধ্যক্ষের রুমে।
রবিবার হেলমেট চুরির ঘটনার সমাধান পেতে পরের দিন সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আকবর চৌধুরী অধ্যক্ষের সাথে দেখা করতে চাইলে `এখন দেখা করা সম্ভব না` বলে জানান অধ্যক্ষের সহকারী আইয়ুব। এছাড়াও সে তার সাথে বিভিন্ন ভাবে মজা নিতে শুরু করে। সবশেষে সমিতির সভাপতিকে ফোন দিলে আইয়ুব অধ্যক্ষের সাথে দেখা করিয়ে দেয়। আকবর চৌধুরী কক্ষে প্রবেশ করার সাথে সাথে অধ্যক্ষ জিজ্ঞেস করেন কি হয়েছে? কথা বলতে আকবর চৌধুরী সামনে গেলে অধ্যক্ষ সামন থেকে সরিয়ে দেন এবং তাকে দূর থেকে কথা বলতে বলেন।
এসময় সিসিটিভি ফুটেজ দেখাতে চাইলে অধ্যক্ষ বলেন, `সিসি ফুটেজ দেখানো কোনো ভাবেই সম্ভব না। ক্যাম্পাস থেকে কি চুরি হলো তা দেখার জন্য সিসি ক্যামেরা রাখা হয়নি। হারিয়ে যাওয়া জিনিসের কোন দায়বদ্ধ নেই কলেজ প্রশাসনের।`
পরবর্তীতে সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের অধ্যক্ষের সাথে ফোনে যোগাযোগ করেন এবং বিভিন্নভাবে অনুরোধ করেন সিসি ফুটেজ দেখানোর জন্য। কিন্তু তিনি বলেন, `অধ্যক্ষের রুমে সিসি ফুটেজ দেখানো সম্ভব না! প্রতিদিন কোনো না কোনো জিনিস হারানো যাবে আর আমরা সিসি ফুটেজ দেখাবো এটা হবে না। চুরি হয়েছে সেটা থানায় জিডি করতে বলো। পুলিশ আসলে ফুটেজ দেখাবো। ক্যাম্পাস থেকে কি চুরি হলো সেটা দেখার জন্য সিসি ফুটেজ না। সিসি ফুটেজ হচ্ছে শিক্ষার্থীরা কে আসলো কে গেলো তা দেখার জন্য।`
উল্লেখ্য, বিষয়টি সাংবাদিক সমিতির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে অনেক ভুক্তভোগী শিক্ষার্থী বিভিন্নধরনের নেতিবাচক মন্তব্য করেন। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে হেলমেট চুরি যেন এখন নিত্যদিনের ঘটনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :