পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৫ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র্যালি, কেক কাটা এবং গাছের চারা রোপণসহ নানাবিধ আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ, রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল প্রমুখ।
রসায়ন বিভাগের চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মেদ বলেন, আজকের এই শুভ দিনে আমাদের রসায়ন বিভাগের সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করি আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের বিভাগের অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবো। এই বিশেষ দিনে আমি আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তা -কর্মচারীদের আরও একবার ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :