ছয় দফা দিবসকে (৭ জুন) স্বরণে বাংলাদেশ পুলিশ এ্যাটলেটিক্স এন্ড সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জয় বাংলা হাঁফ ম্যারাথন’ এ অংশগ্রহণ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ।
শুক্রবার সকালে ‘জয় বাংলা হাফ ম্যারাথন-২০২৪’ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে। এ ম্যারাথনে অংশ নিয়ে ২১ কিলোমিটার দৌঁড় সম্পন্ন করেছেন তিনি। এতে বিভাগের শিক্ষক ও বন্ধুমহল থেকে সুনাম কুড়িয়েছেন তিনি।
জানা যায়, এ হাফ ম্যারাথনে ২১.০৯৭৫ কিলোমিটার দৌঁড়াতে প্রতিজন রানারের প্রায় তিনবার হাতিরঝিল এলাকা চক্রাকারে ঘুরতে হয়েছে। এ ম্যারাথনে দেশ বিদেশের মোট সাড়ে তিন হাজার জন অংশগ্রহণ করেন। এরমধ্যে পঞ্চাশোর্ধ বয়স্ক পুরুষ-মহিলা এবং বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেয়।
এ বিষয়ে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, দৌড় মানুষের শরীর ও মন উভয়ই ভালো রাখে। শরীরকে সুস্থ রেখে কাজে মনোনিবেশ করার জন্য দৌঁড় অত্যন্ত উপযোগী। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার হাতিরঝিলের জয় বাংলা হাঁফ ম্যারাথনে অংশগ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামকে উপস্থাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :