AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে কোটা বাতিলের দাবিতে মশাল মিছিল


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
১০:৫৬ পিএম, ৬ জুলাই, ২০২৪
কুবিতে কোটা বাতিলের দাবিতে মশাল মিছিল

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আজ শনিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে করে ক্যাম্পাস সংলগ্ন দক্ষিণ মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় তারা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, গরিব দুঃখীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধা না কোটা- মেধা মেধা, সারা বাংলা খবর দে কোটা প্রথার কবর দে, গর্জে উঠো আরেকবার একাত্তরের হাতিয়ার, কোটা প্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে- বলে স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‍‍`মুক্তিযুদ্ধের এতো বছর পরে কোটা প্রথাটা বৈষম্যমূলক। বাংলাদেশে বর্তমানে ২৫৮টি কোটার প্রচলন রয়েছে। আমরা সবগুলো কোটার বিলোপ চাই। শুধুমাত্র প্রতিবন্ধী এবং উপজাতি কোটা ছাড়া। এটা শুধু আমাদের দাবি না সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের দাবি।‍‍`

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীনাফিসা আক্তার নীড়া বলেন, ‍‍`আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে কোটাবিরোধী আন্দোলনে দাঁড়িয়েছি। নারী হিসেবে আমি কোনো কোটা চাই না। আমি আমার মেধা দিয়ে আমার যোগ্যতার প্রমাণ রাখতে চাই।’

এর আগে ৪ জুলাই কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!