কোটা সংস্কারের দাবিতে রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টা আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ রাখেন। এতে কুষ্টিয়া ও ঝিনাইদহ অভিমুখে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর্যালের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :