সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আবার রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় রেলপথে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা চাই, অবিলম্বে কোটা পদ্ধতির সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’ বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এর আগে সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন এলাকার রেলপথ এবং ৫ ও ৬ জুলাই ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :