ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রাধ্যক্ষরা রাতভর হলগুলোতে অবস্থান করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল।
সোমবার (১৫ জুলাই) রাতে হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
উপাচার্য বলেন, বৈঠকে আমাদের আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এদিকে, বৈঠক শেষে হল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্যার এফ রহমান হলের প্রভোস্ট রফিকুল ইসলাম। তিনি বলেন, হগুলোকে শান্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না। তবে শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
এদিকে সোমবার (১৫ জুলাই) রাত ৭টা ৫০ মিনিটের দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের হলে ফিরে আসার অনুরোধ করলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। পরে শিক্ষার্থীরা ‘দালাল দালাল’ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমাদের হাতে সবকিছু নেই। সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম। এখন আমরা হল প্রভোস্ট ও হাউস টিউটরদের মাধ্যমে হলের ভেতর প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের হলে ঢুকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে।
এর আগে বিকেলে ঢাবি উপাচার্যের বাসভবনে বৈঠকে বসেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এই বৈঠক ঢাকা হয়।
একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :