নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রেজিস্ট্রার কর্তৃক হল ত্যাগের নির্দেশনা কে বাতিল করে হল খোলা রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেছে নোবিপ্রবি শিক্ষার্থীরা। পরবর্তীতে আগামীকাল ১২ টা মধ্যে হল খোলার সিদ্ধান্ত মেনে নেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
বুধবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে হল খোলা রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হত্যার ঘটনায় বিচার দাবি করেন।
এর আগে সকাল ১১ টায় তিনটি আবাসিক ছাত্রী হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগান ছিলো “মানিনা না মানবো নস, হল আমরা ছাড়বো না ”
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,আমরা হল বন্ধ হলে কোথায় যাবো? আমাদের অনেকের বাড়ি দূরে। আমরা এখানেই নিরাপদ আছি এখানেই থাকতে চায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.নেওয়াজ মো: বাহাদুর বলেন, সরকার থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমাদের এটার বাইরে যাওয়ার সুযোগ নেই। যদি ক্যাম্পাসে কোনো অপ্রীতীকর ঘটনা ঘটে তখন আমরা এটার দায় নিবো?প্রয়োজন হলে সকলকে নিরাপত্তা সাথে পাঠানো জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
উল্লেখ, মঙ্গলবার (১৬ জুলাই) একটি অফিস প্রজ্ঞাপনে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার রাতে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান জানান, ‘শিক্ষার্থীদের নিরাপদে হল ছাড়ার সময় স্ব স্ব বিশ্ববিদ্যালয় ঠিক করে দেবে। এটা নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। বিশ্ববিদ্যালয়গুলো থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তি দিয়ে এটা জানিয়ে দেবে। শিক্ষার্থীদের সেটা অনুসরণ করতে হবে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :