ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে আজও চলছে বনার্ত্যদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী-পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকেই, নানা শ্রেণী-পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। যা চলবে মধ্যরাত পর্যন্ত। নগদ টাকা, ওষুধ, পোশাক’সহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য সহায়তা দিচ্ছেন সাধারণ মানুষ। বন্যার্ত ও অসহায় মানুষদের সহযোগিতায় নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন।
শিক্ষার্থীরা আজ থেকে বন্যার্তদের সহায়তায় পোশাক ও শুকনো কাপড় না দেয়ার কথা জানিয়েছে। তারা জানায়, এই মুহর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শুকনা খাবার; তাই নগদ অর্থ এবং খাবার দেয়ার আহ্বান জানান তারা। আজও, কয়েকটি ট্রাকে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :