AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেরোবিতে সকাল ৯ টায় উপাচার্য আসলেও আসেননি কর্মকর্তারা


Ekushey Sangbad
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
০২:১০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৪
বেরোবিতে সকাল ৯ টায় উপাচার্য আসলেও আসেননি কর্মকর্তারা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড.শওকত আলী আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের অফিস পরিদর্শন করেও  অধিকাংশ কর্মকর্তাদের অফিসে পাননি।

জানা যায়, উপাচার্য সকাল ৯ টায় নিজ অফিসে আসেন। এরপর প্রশাসনিক ভবনে বিভিন্ন দপ্তর পরিদর্শন করতে যান। কিন্তু এসময় তিনি অধিকাংশ কর্মকর্তাদের অফিসে পাননি। অনেকে আবার উপাচার্য অফিস এসেছেন শুনে তড়িঘড়ি করে অফিসে আসেন। পরে উপাচার্য তাদের অফিসে ডেকে সর্তক করেন।

এই ব্যাপারে  উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, আমি সকাল ৯ টায় অফিসে আসতে পারলে তারা কেনো আসতে পারবে না। অনেকে আবার ডরমেটরি থাকে। অথচ এত কাছে থেকে তারা আসতে পারেন না। সার্বিকভাবে সবাইকে সর্তক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও কর্মকর্তাদের অফিসে ইচ্ছে মত আসা যাওয়া নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

 

একুশে সংবাদ/ এস কে
 

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!