সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রকমের অপকর্ম ও ক্যাম্পাসে দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন মানিকগঞ্জের খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অধ্যক্ষের কক্ষে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কলেজের সভাপতি বরাবর সিল সহ স্বাক্ষর করে পদত্যাগ করেন তিনি।
এর আগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের ভিতরে অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
কলেজের শিক্ষার্থীরা জানায়, কলেজের বেশ কিছু অনিয়মের মধ্যে সে কলেজের ছোট-বড় সব ক্লাসের শিক্ষার্থীদের ফেসবুকে মেসেজ দিয়ে বিরক্ত করতেন। এ ছাড়াও কলেজের শিক্ষক নিয়োগে রয়েছে অনিয়ম সহ কর্মচারীদের বেতন না দেবার নানা অভিযোগ। শিক্ষার্থীদের বিক্ষোভে তোপের মুখে পড়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে কলেজ থেকে বেড়িয়ে যান তিনি। এরপর শিক্ষার্থীরা নিজ কলেজ সহ জেলা প্রশাসক, সদর থানা ও উপজেলা বরাবর পত্রটি জমা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন বলেন, পদত্যাগের বিষয়ে আমি এখনো অবগত নই।
জেলা প্রশাসক ও অত্র কলেজের সভাপতি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, লিখিত ভাবে কোন কিছু হাতে পাইনি। তবে অফিসে দিয়ে থাকলে সেটা দেখবো এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :