AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে খুলনায় খুমেক শিক্ষার্থীদের বিক্ষোভ"


ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং বিজেপির এক নেতার সমর্থনের প্রতিবাদে খুলনায় মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) প্রধান গেটে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ যুবাইর সায়েম, ইন্টার্ন চিকিৎসক ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ আরাফাত হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ভারতে সংখ্যালঘু মুসলমানরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহানবীকে নিয়ে কটূক্তির ঘটনা ভারতীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, যা মোটেও সহ্যযোগ্য নয়। বক্তারা জোর দিয়ে বলেন, অবিলম্বে ভারতের সরকারকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং কটূক্তিকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

আব্দুল্লাহ যুবাইর সায়েম বলেন, "আমরা মোদী সরকারকে সতর্ক করছি, অবিলম্বে এই অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করবেন না। আমরা আমাদের প্রাণ দিয়ে হলেও রাসুলুল্লাহ (সা.)-এর সম্মান রক্ষা করবো। যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমরা ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদে সামিল হবো।"

প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের রাস্তায় প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত আগস্ট মাসে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন এবং তাকে সমর্থন জানান বিজেপি বিধায়ক নীতেশ রানে। যদিও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তবু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!