ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি পিয়াল হাসান এর জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আক্টোবর) দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় ঢাকা কলেজ স্বাধীনতা চত্বর ও কেন্দ্রীয় খেলার মাঠ সবুজাত করতে রোপণ করা হয় বিভিন্ন জাতের একাধিক ফলজ ও বনজ গাছের চারা।
বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন সময়ে ঢাকা কলেজের ছাত্রদলের সহ-সভাপতি পিয়াল হাসান বলেন, আমি বিশ্বাস করি আমরা যেভাবে পথ চলছি, ক্যাম্পাসে প্রতিদিন নিয়মিত আমরা যেভাবে বসে আড্ডা দিচ্ছি, নিয়মিত আমরা যারা ক্যাম্পাসে ক্লাস করছি, আমরা যারা একে অপরের বিপদ-আপদ নিয়ে কথা বলছি, আমরা যারা একে অন্যের সাথে যোগাযোগ বৃদ্ধি করছি এবং আমাদের মধ্যে যারা আমাদের সবাইকে নিয়ে ভাবেন তাদের মধ্য থেকেই হয়তো আমরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব খুঁজে পাবো।
তিনি আরো বলেন, আমি আপনাদের নেতা কিংবা অভিভাবক নই, আমি আপনাদের ভাই অথবা বন্ধু হতে চাই। আপনারা যারা সেই সুযোগ টুকু আমাকে দিবেন সারা জীবনের জন্য তাদেরকে কৃতজ্ঞচিত্তে মনে রাখবো ।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাধারন ছাত্র ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :