AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০২:০২ পিএম, ৮ অক্টোবর, ২০২৪
ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ইতোমধ্যে পদত্যাগ করায় তদস্থলে একই বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ০৮ অক্টোবর থেকে আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 

নতুন দায়িত্ব পাওয়া প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান বলেন, আমি ছাত্রদের সুবিধা-অসুবিধাকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো। হলের নেটওয়ার্ক সমস্যা, বিশুদ্ধ খাওয়ার পানির সংকট নিরসন ও ডাইনিংয়ের খাবারের মানের উন্নয়ন নিশ্চিতকরণ সহ ছাত্র সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কাজ করবো। সকলের সহযোগিতায় সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো।

একুশে সংবাদ/ এস কে 

 

 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!