জুলাই বিপ্লবের স্মৃতিচারণে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে `কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা` অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো বর্তমানে আলোচিত কাওয়ালী ব্যান্ড "কাসীদা"।
মঙ্গলবার (৮ অক্টোবর), বিকাল ৫ টার দিকে অত্র কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গজল, হামদ, কাওয়ালি সংগীত, দেশাত্মবোধক গান ও লালন-বাউল পরিবেশন করেন কাওয়ালী ব্যান্ড কাসীদা, কালু~বালা শিল্পীগোষ্ঠী ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের দল।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাবৃন্দ।
উদ্ভোদনের সময় শুভেচ্ছা বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, "আমার মনে পরে শহীদ আবু সাইদের কথা, মীর মুগ্ধ`র কথা পানি লাগবে ভাই পানি। কাওয়ালী এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করো।"
কাওয়ালী অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য আসফাক বলেন, "কাওয়ালী অনুষ্ঠানটা যখন থেকে বাংলাদেশে শুরু হয়েছে ঢাবি থেকে শাহবাগ থেকে এটা দেখে আমরা চিন্তা করছিলাম আমাদের কলেজেও করার। কিন্তু তখন সেটা ওভাবে হয়ে উঠেনি। পরে বিভিন্ন টিম কে জানানোর পরে আমরা তা করতে পেরেছি।"
অনুষ্ঠান উপভোগ করতে আশা এক শিক্ষার্থী বলেন, "এমন একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবেই ভালো লাগছে।এই ধরনের অনুষ্ঠান আমার শিক্ষা জীবনের ছয় বছরেও এতো সুন্দর আর দেখেনি এই প্রথম এমন একটা অনুষ্ঠান হচ্ছে।"
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :