ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল ২০ অক্টোবর থেকে। ক্লাস শুরুর বিষয়টি ঢাবি ও সাত কলেজে প্রশাসন নিশ্চিত করেছে। ইতিমধ্যে ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি কলেজগুলোর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এদিকে কলেজগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২০ অক্টোবর অনার্স প্রথম বর্ষের ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়াও সাত কলেজে আগামী ২০, ২১ এবং ২২ অক্টোবর নবীন বরণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এবছর সাত কলেজের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়েছিল প্রায় ১ লাখ। এবার আসন প্রতি লড়াই করেছেন প্রায় ৫ জন। গত বছরের ন্যায় এবারও সমান সংখ্যক আসনের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল। সরকারি সাত কলেজে মোট আসন সংখ্যা ২১ হাজার ৫১৩ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০ টি, বাণিজ্য ইউনিটে ৪ হাজার ৮৯২টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩ টি। তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত।
প্রসঙ্গত, এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে এবং বিজ্ঞান ইউনিটে ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের চূড়ান্ত ভর্তি তালিকা প্রকাশিত হয়।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :