AB Bank
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৭:০৮ পিএম, ১ নভেম্বর, ২০২৪
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ,ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ডিন কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রভোস্ট কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. মাসুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ,শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে যেন তাদেরও ছাপিয়ে যায় এবং বিশ্বের দরবারে যেন নিজেদের তুলে ধরতে পারে আরও যোগ্য হিসেবে । 

 একুশে সংবাদ/ এস কে 

Link copied!