খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ ও উৎসবে মেতে উঠতে শনিবার (২ রা নভেম্বর) অনন্যা উন্মেষের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ছিল রঙ খেলা, প্রীতি ভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান। এছাড়া ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলে ক্যান্টিন ব্যবস্থা সচল করা, হলের নাম পরিবর্তন এবং হলে ফ্রিজের ব্যবস্হা করা।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.রেজাউল করিম বলেন, "যে দাবি গুলো এসেছে তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সব দাবি গুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি, প্রতিনিয়ত হলগুলো পরিদর্শন করছি। শিক্ষার্থীরা আমাদের সন্তান, তারা আছে বলেই আমরা আছি। আমি শিক্ষার্থীদের অন্যান্য সমস্যাগুলোও ব্যাক্তিগত উদ্যোগে সমাধান করার চেষ্টা করব।"
উপ উপাচার্য প্রফেসর ড.হারুনর রশিদ খান বলেন, "পড়াশোনার পাশাপাশি এ ধরনের কালচারাল অনুষ্ঠান ও খেলাধুলা শারীরিক সুস্থতা এবং মনের সুস্হতার জন্য প্রয়োজন তোমাদের এমন উদ্যোগ প্রশংসনীয়। "
হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"আমি ছেলেদের সাথে মেয়েদের তুলনা করব না। আমি শুধু বলব আমার মেয়েরা অনন্যা। তোমরাই আমাদের প্রাঙ্গনকে উজ্জীবিত করে রেখেছো।"
সকালে রঙ খেলা সহ সন্ধ্যায় হলে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান শেষ হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :