বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রকল্যাণ সমিতির দ্বিতীয় কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর মাস্টার্সের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো.রবিউল ইসলাম।
রবিবার (১০ নভেম্বর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণীকক্ষে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভাগের শিক্ষার্থীরা ভোটপ্রদান করে নতুন কমিটি গঠন করে৷
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সাধারণ সম্পাদক মোশাহিদ আনসারী, কোষাধ্যক্ষ মেহরাব হোসেন, প্রচার সম্পাদক নাজমুল ঢালী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন মন্ডল, সদস্য রবিউল শিকদার ও শুভব্রত মন্ডল।
এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো.ইমরান হোসেন। ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিভাগটির চেয়ারম্যান। ঘোষণাকালে দিকনির্দেশনা ও সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষকমণ্ডলী।
নবনির্বাচিত ভিপি মো. মেহেদী হাসান বলেন- আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে তারা তাদের প্রতিভা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিভাগের সকল সমস্যার সমাধানে কাজ করা জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :