বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কে ইঙ্গিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যা করে দেখিয়েছে সেটা সবার মধ্যমনি হয়ে আছে। কারন তারা যা পেরেছে অন্যরা তারা পারেনি।
শের-ই বাংলা এ কে ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১০ই নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টায় হলের টিভি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে আমাদের যে সংস্কার দরকার তা জাতীয়ভাবে তো হচ্ছেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার এই সংস্কার বলতে আমি অবকাঠামো উন্নয়নের কথা বলবো। আমাদের ক্লাসরুম নেই, পরীক্ষার ভালো হলরুম নেই। আমি এসে জেনেছি যে মাত্র ২০-২২ শতাংশ শিক্ষার্থী হলে থাকতে পারছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং নেই কেনো? সকল ক্ষেত্রেই আমাদের উন্নয়নের সুযোগ আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড শূচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানি, মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শোয়েবুর রহমান।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল আলিম বছির। এছাড়াও হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তাও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :