বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটায় হলের টিভি কক্ষে বিদেশি শিক্ষার্থী ও দেশীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা উপাচার্যকে জানালে তিনি সেগুলো সমাধানের আশ্বাস দেন।
বিদেশি শিক্ষার্থীরা উপাচার্যকে বিভিন্ন বিভাগের সেশনজট, শিক্ষকদের বাংলায় ক্লাস নেওয়া এবং হলের খাবার সমস্যা সহ বিভিন্ন সমস্যার বিষয়ে অভিযোগ করেন। এছাড়া দেশীয় শিক্ষার্থীরা আরও বেশকিছু দাবি জানান। সেগুলো হলো- হলের নাম পরিবর্তন করতে হবে, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে হবে, রিডিং রুমের স্থান পরিবর্তন করতে হবে, মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, হলের খাবারের মান উন্নয়ন করতে হবে, হলের সামনের ভাঙা মুজিব ম্যুরালের অবশিষ্টাংশ সরিয়ে নান্দনিক ক্যালিগ্রাফি তৈরি করতে হবে, ক্যাম্পাসে পর্যন্ত রেললাইন তৈরির কার্যকরী পদক্ষেপ নিতে হবে, প্রধান ফটকের সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে হবে, বঙ্গবন্ধু হলের পকেট গেট সংলগ্ন রাস্তা সংস্কার করতে হবে এবং ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার দাবি জানান শিক্ষার্থীরা।
এসব দাবির প্রেক্ষিতে উপাচার্য শিক্ষার্থীদের সকল দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। এছাড়া ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) অধীনে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ব্যবস্থা করা, অনতিবিলম্বে আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকতে পারবে না এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানান উপাচার্য। এসময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার অনুরোধ জানান। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের খাবারের মান দেখতে নিজেই খাবার টেস্ট করেন উপাচার্য।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :