AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবি‍‍`তে ম্যানেজমেন্ট ডে উদযাপিত 


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৩:৪৩ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
পবিপ্রবি‍‍`তে ম্যানেজমেন্ট ডে উদযাপিত 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ৫ম বারের মত  ম্যানেজমেন্ট ডে উদযাপন ও "আপনার ক্যারিয়ার তৈরি ও আগামীর জন্য দক্ষ নেতৃত্ব "বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (মঙ্গলবার ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়। 

ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ড. মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি‍‍`র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ  সুজাহাঙ্গির কবির সরকার।  

কী রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি, এইচআর এবং অ্যাডমিন গাজী জসীম,  রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন এসিই লিমিটেড এর ব্যবসায়িক পরিচালক কৃষিবিদ  বশির আহমেদ, ইউটাহ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, নেসলে ও কিটক্যাট এর বাণিজ্যিক উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান বাহার। আরো উপস্থিত ছিলেন  ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন, আজকের অনুষ্ঠানে আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের  শিক্ষক-শিক্ষার্থীরা। উপস্থিত বক্তরা মানবসম্পদ ও  বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট স্টাডিজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়েও বক্তরা আলোচনা করেন। 

প্রধান অতিথির  বক্তব্যে পবিপ্রবি‍‍`র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "আজকে যে টাইটেল টা ঠিক করা হয়েছে তার সক্ষমটা আমি সকালেই পেয়ে গেছি। আমারা চাকরির জন্য অন্যের সাহায্য না চেয়ে, নিজেরাই উদ্যোক্তা হয়ে চাকরি তৈরি করব।  ভালো কাজে নিজেকে ব্যাস্ত  রাখলে কোন অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে পারব না। " 

উল্লেখ্য আজকের অনুষ্ঠানে পবিপ্রবিতে আনুষ্ঠানিক ভাবে "এইচ আর ক্লাব" যাত্রাশুরু করেছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!