বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পদ পেয়েছেন ঢাকা কলেজের দুই শিক্ষার্থী। তারা হলেন- রসায়ন বিভাগের মোহাম্মদ রাকিব এবং বাংলা বিভাগের মুঈনুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।কমিটিতে ১৮ জন ছাড়াও পদাধিকারবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্রও কমিটির সদস্য থাকবেন।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক ও আরিফ সোহেলকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। এ কমিটি দিয়েই এতদিন সংগঠনটির কার্যক্রম চলছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :