AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবি সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় বিজ্ঞান উৎসবের ১২৭ বিজয়ীর হতে পুরস্কার প্রদান


Ekushey Sangbad
কুবি প্রতিনিধি
০৭:৩৬ পিএম, ২৪ নভেম্বর, ২০২৪
কুবি সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় বিজ্ঞান উৎসবের ১২৭ বিজয়ীর হতে পুরস্কার প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সায়েন্স ক্লাব কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষাপ্রিষ্ঠান থেকে বিজ্ঞান উৎসবে অংশ নেয়া ১২৭ বিজয়ীকে পুরষ্কার প্রদান করেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি হয়েছে। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন এবং সভাপতিত্ত্ব করেন সংগঠনটির সভাপতি জনি সরকার। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরিফ মোহাম্মদ সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, ‍‍`আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি‍‍` এই গানটি শুনলে যেমন দেশের প্রতি ভালোবাসা জন্মায় ঠিক তেমনই আমাদের দেশের কিছু বিজ্ঞনী আছে তাদের কথা শুনলে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে। তেমনই একজন জামাল নজরুল। যিনি ক্যামব্রিজে পড়াশোনা শেষ করে দেশে চলে আসেন। তিনি চট্টগ্রামে নিজের উদ্যোগ জামাল নজরুল ইসলাম একাডেমি প্রতিষ্ঠা করেন। যেখান থেকে ৫০ এর অধিক ব্যক্তি এমফিল ডিগ্রী অর্জন করে।‍‍`

এছাড়া তিনি জগদীশচন্দ্র বসু, চন্দ্রশেখর সহ দেশের জ্যোতি বিজ্ঞানীদের অবদানগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। তিনি তার বক্তব্যে বলেন, ‍‍`ছোট শিক্ষার্থীদের মাথায় যদি একবার প্রোগ্রামিং ল্যাগুয়েজ ডুকিয়ে দেওয়া যায় তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলবে, আমাদের শিখানোর ধরণ চেইঞ্জ করতে হবে। বিজ্ঞান উৎসবের মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এখন হাতের কাছে সব সুযোগ সুবিধা আছে। সেগুলোর সঠিক ব্যবহার শিখতে হবে।‍‍`

সংগঠনটি সভাপতি জনি সরকার বলেন, ‍‍`সবাইকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠার পর থেকে আমাদের সায়েন্স ক্লাবের অনেক অর্জন অনেক। আমরা সবাই রোবট সিনহার কথা জানি। এটি জাফর ইকবাল স্যারের বইয়ের প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি অনেক আগেই হওয়ার কথা ছিলো কিন্তু দেশে সার্বিক পরিস্থিতির কারণে আমাদের অনুষ্ঠানটি অনেক পরে হচ্ছে এজন্য আমরা সায়েন্স ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।‍‍`

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সায়েন্স ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল মাজেদ পাটোয়ারী ও ড. মো: শাহাদাৎ হোসাইন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগ দিনব্যাপী ‍‍`জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৪‍‍` অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!