AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবনে সিনার সাথে কুবির সমঝোতা স্মারক স্বাক্ষর, স্বাস্থ্য সেবায় ছাড়


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৬:১৫ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪
ইবনে সিনার সাথে কুবির সমঝোতা স্মারক স্বাক্ষর, স্বাস্থ্য সেবায় ছাড়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এবং ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এর মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই সমঝোতার মাধ্যমে স্বাস্থ্য সেবায় বিশেষ ছাড় পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে রেজিস্ট্রার মো মজিবুর রহমান মজুমদার এবং ইবনে সিনা কনসালটেন্টের এজিএম ও ব্যবস্থাপনা প্রধান নিয়াজ মাহমুদ শিবলীর মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। 

সমঝোতা স্মারকটির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ছাড় পাবেন। প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ, রেডিওলজিতে ৩০ শতাংশ, পিসিআরে ৩০ শতাংশ এবং ফিজিওথেরাপিতে ১০ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ইবনে সিনা কনসালটেন্টের এজিএম ও ব্যবস্থাপনা প্রধান নিয়াজ মাখদুম শিবলী বলেন, ‍‍`আজকে যে বিশেষ চুক্তিটি সম্পন্ন হলো এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের টপ ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা ইবনে সিনার ২৫ টি শাখাতে বিশেষ ডিসকাউন্টে পাবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইবনে সিনা ট্রাস্টের কুমিল্লা শাখায় কার্ড দেখালে ওয়ান স্টপ সেবা পাবেন। স্বাস্থ্য পরীক্ষায় ছাড় পাবেন প্যাথলজিতে ৩৫% এবং রেডিওলজিতে ৩০%। ইবনে সিনা ট্রাস্টকে এধরনের সুযোগ দেয়ার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ।‍‍`

 প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‍‍`আজকের চুক্তির মূল উদ্দেশ্য দরিদ্র্য ঘর থেকে আসা ছাত্র-ছাত্রীরা যেন চিকিৎসার ক্ষেত্রে উপকৃত হয়। ইবনে সিনার কাছে অনুরোধ একটা বিষয় বিবেচনার জন্য যে কনসালটেশন ফি এর ক্ষেত্রে অন্ততপক্ষে শিক্ষার্থীদের যেন ৫০ অথবা ৪০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে এই চুক্তিটা একটা মাইলফলক হয়ে থাকবে। কারণ দরিদ্র্য শিক্ষার্থীদের পক্ষে একহাজার টাকা কনসালটেশন ফি দেওয়া কষ্টকর হয়ে যায়। আমি ইবনে সিনা ট্রাস্টকে ধন্যবাদ ও মোবারকবাদ জানায়।‍‍`

অনুষ্ঠানের সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‍‍`ইবনে সিনা স্বাস্থ্য সেবায় বাংলাদেশের মধ্যে পথিকৃৎ হিসেবে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার তাদের সাথে একটা চুক্তির অন্তর্ভুক্ত হলাম। এই চুক্তির মাধ্যমে স্বাস্থ্য সেবায় ইবনে সিনা ট্রাস্ট আমাদের যেসকল সুযোগ সুবিধা দিতে চলেছে তার জন্য আমি ইবনে সিনা ট্রাস্টকে ধন্যবাদ এবং এই চুক্তি যেন দীর্ঘায়িত হয় সেই প্রত্যাশা রাখছি।‍‍`

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!