প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করেন তাঁরা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পত্রিকা দুইটি পুড়িয়ে দেয় তারা। এসময় "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ", "দিল্লি আলো দিল্লি স্টার, এই মুহূর্তে বাংলা ছাড়", "প্রথম আলোর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন","ডেইলি স্টারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন", " ভারতীয় রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়" সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান ইমরান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুইটি ভারতীয় দালাল। যাদের দাঁড়ি-টুপি থাকে তাদের জঙ্গি তকমা দেয় এই দুইটি পত্রিকা। গতকাল প্রথম আলো অফিসের সামনে সাধারণ মুসলিম জনতার উপর যে হামলা হয় তার তীব্র প্রতিবাদ জানাই। যবিপ্রবির কোন দপ্তর, লাইব্রেরী বা হলে যদি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রাখা হয় তবে বিপ্লবী ছাত্রজনতা তা রুখে দিবে।
উল্লেখ্য, গতকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারস্থ দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এতে কয়েকজন আটক ও আহতের খবর পাওয়া গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :