পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সর্বপ্রথম স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও অরাজনৈতিক সংগঠন আগামীর সূর্য এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) সংগঠনটির সাবেক সহ-সভাপতি মোঃ সালাম দফাদার এবং সাধারণ সম্পাদক জাল জালালে ওয়াল একরাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এ কমিটিতে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো:শরিফুল ইসলাম এবং সাধারণ-সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশফাকুর রাহাতকে অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির নবীন সভাপতি মো: শরিফুল ইসলাম বলেন, আমাকে আগামীর সূর্য সংগঠনের সভাপতি হিসেবে নিযুক্ত করায় আমি এই সংগঠনের সিনিয়র ভাই এবং আপুদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীর সূর্য যেহেতু একটি স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও সামাজিক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময়ে ভালো ভালো কাজের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং আমরা সবাই যেন মানুষের জন্য কিছু করতে পারি সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ।
সাধারণ-সম্পাদক আশফাকুর রাহাত বলেন,আগামীর সূর্য আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক ও অরাজনৈতিক সংগঠন। তাই এই সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে আমাকে অনুমোদন দেওয়াতে আমি খুবই আনন্দিত এবং এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আগামীর সূর্য সংগঠন নিয়ে আমার সূদুর প্রসারী চিন্তাভাবনা রয়েছে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মানবিক সেবাসহ সকল ধরনের প্রতিকূল পরিবেশে অসহায়,দুস্থ মানুষদের পাশে থাকা। সকলকে সাথে নিয়ে আমাদের এই সংগঠন বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সংগঠনটির সকলের সহযোগিতা একান্ত কাম্য।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :