সকল বিভাগের ছাত্রীদের জন্য আলাদা কমনরুম ও নামাজের রুম রবাদ্দের দাবি, দুপুরে নামাজের বিরতি, ডোপ টেস্ট করে শিক্ষার্থীদের হলে আবাসন দেওয়া, আইন করে গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ করাসহ ১১০ দফা প্রস্তাবনা নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
শনিবার বেলা সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি দেয় সংগঠনটি। এসময় সংগঠনটির শাখা সভাপতি এইচ এম আবু মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির নেতারা।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ছাত্র সংসদ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের কর্তৃক শিক্ষকদের মূল্যায়নের ব্যবস্থা ও ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড’ প্রদান, রিচার্স সেন্টার প্রতিষ্ঠা, মাদক বিরোধী সেল তৈরী, গ্রন্থাগারের সুবিধা বৃদ্ধি ও জব এইড কর্নার চালু, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে আলাদা কর্ণার তৈরি, ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ প্রতিষ্ঠা, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ, আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, মিউজিয়াম প্রতিষ্ঠা, সেশনজট নিরসন, ক্যাম্পাস থেকে পার্শ্ববর্তী দুই জেলার সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার ব্যবস্থা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও চর্চায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র’ গঠন ও প্রধান ফটকের সামনের মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ সহ ১১০ দফা প্রস্তাব দেন তারা।
এ বিষয়ে শাখা ছাত্র শিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে সব সময় সোচ্চার। দাবিগুলো আমরা উপাচার্যকে জানিয়েছি, তিনি বিষয়গুলো নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সকল দাবি বাস্তবায়নে কাজ করবো।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দাবিগুলো যৌক্তিক। আমরা এগুলো নিয়ে কাজ করছি। শিক্ষার্থীদের কল্যাণে সকল দাবির যৌক্তিক সমাধার করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :