AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৭:২৬ পিএম, ২ ডিসেম্বর, ২০২৪
ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ

১১৬ দিন পদ শূন্য থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপ-উপাচার্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী ৪ বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাদের এ দ্ইু পদে নিয়োগ দেন।

প্রজ্ঞাপনে সূত্রে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১ (ক) (১) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২(১) ধারা অনুযায়ী যথাক্রমে তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া তাদেরকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। নতুন নিয়োগ পাওয়া উপ-উপাচার্য ড. এয়াকুব আলী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!