জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি`র) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত প্রজাপতি মেলায় প্রজাপতি ও জীবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে লেখালেখির মাধ্যমে মানুষকে সচেতনে অবদান রাখায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রজাপতি মিডিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন সাংবাদিক হৃদয় দেবন।
তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশনে দীর্ঘ একযুগ ধরে মৌলভীবাজার জেলাপ্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন ।এছাড়া তিনি জাতীয় দৈনিক যায় যায় দিন ,দৈনিক সময়ের আলো ,দৈনিক কালবেলা পত্রিকায় মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ।
আগামী শুক্রবার বন বিভাগ, আইইউসিএনসহ দেশের প্রকৃতি, পাখি, প্রজাপতি ও বন্যপ্রাণীর সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে জাবির জহির রায়হান মিলনায়তনে সাংবাদিক হৃদয় দেবনাথ এর হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দিবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নূরুল আলম।
সাংবাদিক হৃদয় দেবনাথ দীর্ঘ দেড় যুগ ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রজাপতি, পাখি ও বন্যপ্রাণী দেখা, এদের ছবি তোলা, খাদ্য এবং আবাস্থল সংরক্ষণ বিষয়ে আপামর জনসাধারণকে উদ্বুদ্ধ করতে লেখালেখি করে যাচ্ছেন। উল্লেখ্য বৃক্ষ ও জীববৈচিত্র্য সংরক্ষনে গণমাধ্যমে লেখালেখি করে জনসচেতনতা তৈরী করায় রাষ্ট্রীয় সম্মাননা প্রধানমন্ত্রীর ন্যাশনাল অ্যাওয়ার্ড -২০১৯ অর্জন করেন এছাড়াও পাখি বিষয়ক লেখালেখি করে জনসচেতনতা তৈরী করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলার অন্যতম সম্মাননা কনজারভেশন মিডিয়ায় অ্যাওয়ার্ড -২০২৩ সম্মানে ভূষিত হয়েছিলেন সাংবাদিক হৃদয় ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :