‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অংশ নই বরং প্রেশার গ্রুপ। আমরা প্রশাসনের ইতিবাচক কাজে সহায়তা করবো কিন্তু শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী কাজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। প্রশাসনকে প্রেশার দিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কাজ করবো।’
বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এসব কথা বলেন ইবির সমন্বয়ক এস এম সুইট। সভায় ইবির সহ-সমন্বয়ক তানভীর মন্ডলের সঞ্চালনায় ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, ইসমাইল হোসেন রাহাত ও সায়েম আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম এবং রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক তারিক সাইমুম ও সদস্য সচিব ফারহানা নওশীন তিতলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ক্যাম্পাস সংস্কারে ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সমন্বয়কদের বিভিন্ন পরামর্শ প্রদান সহ দেশ, রাষ্ট্র এবং ক্যাম্পাসের শিক্ষার্থীবান্ধব সকল যৌক্তিক দাবিতে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এবং স্বৈরাচারের দোসরদের বিচার নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সমন্বয়করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। আমরা বিগত সরকারের আমলে মিডিয়া হস্তক্ষেপ বা কন্ঠরোধ করার সংস্কৃতি দেখেছি। বর্তমানে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছে। আমরা ক্যাম্পাসেও মুক্ত গণমাধ্যম চর্চা চাই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :